Wellcome to National Portal

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার সন্তানকে স্কুলে পাঠান।


এক নজরে মেহেরপাড়া ইউনিয়ন

নরসিংদী জেলার সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ

 

 

ভুমিকাঃ- ১৯৫০ সনে এ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লাভ করেন। নরসিংদী জেলা সদর হতে প্রায় ৮ কিঃমিঃ দূরে ঢাকা সিলেট মহা সড়কের পাশ্বে কুড়ের পাড় গ্রামে এ ইউনিয়ন পরিষদটি অবস্থিত। ০.২০ একর ভুমির উপর কমপেস্নক্র ভবন টি নির্মিত। ভবনের অবকাঠামো ভাল। এ ভবনের একটি কক্ষেইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরিচালিত হয়। অন্যান্য কক্ষে ইউনিয়ন পর্যায়ের ২/৩টি অফিস অবস্থিত। জেলা শহরের নিকটবতী হওয়ার এটি একটি অগ্রসর ইউনিয়ন বলে পরিচিত। এলাকায় দিন দিন ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটছে। বিশেষ করে শেখেরচর (বাবুর হাট) এ ইউনিয়নের একটা অংশ বিধায় ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে। এখানে উলেস্নখ যোগ্য প্রতিষ্ঠান ড্রিম ল্যান্ড হলিডে পার্ক।  

 

এক নজরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ।

 

 ১। ইউনিয়ন পরিষদের নামঃ- মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ।

২। ইউনিয়ন পরিষদ স্থাপনের সন         ঃ১৯৫০

৩। আয়তন                                   ঃ-৪.০৪ বর্গ কিঃমিঃ

৪। গ্রামের সংখ্যা                            ঃ-২৪টি

৫। মৌজার সংখ্যা                           ঃ-২৩টি

৬। সরঃপ্রাঃবিদ্যালয়                        ঃ-৪টি

৭। উঃ মাধ্যঃবিদ্যায়ল                      ঃ-০২টি

৮। মাদ্রাসার সংখ্যা                          ঃ-৩টি

৯। এতিম খানা                               ঃ-৮টি

১০। মসজিদ                                 ঃ-৬১

১১। কমিউনিটি ক্লিনিক                     ঃ-৫টি

১২। কর্মরত এনজিও                        ঃ-৫টি

১৩। গভীর নলকুপ                          ঃ-২৪টি

১৪। লোকসংখ্যা                             ঃ-৪৫,৯৮০ (প্রায়)

১৫। মোট খানা                               ঃ-৮৭৫৮

১৬। ভুমি অফিস                            ঃ-১টি

১৭। কলেজ/বিশ্ব বিদ্যালয়ঃ             ঃ-নাই

১৮। মন্দির                                   ঃ-

১৯। শিক্ষার হার                             ঃ-৫৫%

২০। হাট বাজার                              ঃ-২টি

২১। ব্যাংক                                ঃ-২টি

২২। পরিবার কল্যান কেন্দ্র                 ঃ-১টি

২৩। ডাকঘর                                 ঃ-২টি

২৪। সিনিয়র মাদ্রসা                       ঃ-১টি

২৫। কাঁচা রাসত্মা                              ঃ-

২৬। পাকা রাসত্মা                            ঃ-৩০কিঃমিঃ

২৭। কৃষি কার্ড                               ঃ-৩০০০টি

২৮। অতিদরিদ্র কার্ড                        ঃ-১৯৫টি

২৯। ভিজিডি কার্ড                          ঃ৮২

৩০। মুক্তিযোদ্বার সৃতিসত্মম্ব্য               ঃ-১টি