Wellcome to National Portal

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার সন্তানকে স্কুলে পাঠান।


একটি বাড়ি একটি খামার

মেহেরপাড়া ইউনিয়নে একটি বাড়ি একটি খামার নতুন মাত্র প্রকল্প শুরূ  হয়েছে।

একটি বাড়ি একটি খামার

 

ভূমিকা: একটি বাড়ী একটি খামার বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আপাতত: একটি করে মোট ৯ টি সমিতি গঠন করা হবে। সমিতির সদস্যগন প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় করবে এবং সরকার ও তার সাথে প্রতিমাসে ২০০ টাকা করে সঞ্চর প্রদান করবে। সমিতি সফল ভাবে প্রতিষ্ঠিত হলে সরকার ঋন প্রদান করবে স্বল্প লাভে । যে লাভ সরকার নির্ধারন করেছে তা কোন লাভ নয় এটা শুধু মাত্র সার্ভিস চার্জ বলা চলে। মেহেরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি সমিতি গঠন করা হয়েছে। তার মধ্যে দু-একটি সমিতির কার্যক্রম একটু দুর্বল বাকী সব কটিই ভাল। সকল সদস্যগন নিয়মিত সঞ্চয় দিয়েছে। বর্তমানে তিনটি সমিতিতে ঋন প্রদান করা হয়েছে।

 

নিম্নে মেহেরপাড়া ইউনিয়নের একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমিতির তথ্য দেয়া গেল:-

মেহেরপাড়া ইউনিয়নের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির নামসমূহ:-

নং

সমিতির নাম

ম্যানেজারের নাম

সদস্য সংখ্যা্

মূলধন

মন্তব্য

ভগিরথপুর গ্রাম উন্নয়ন সমিতি।

 

মোর্শিদা আক্তার

৫৯

 

 

দিঘীরপাড় গ্রাম উন্নয়ন সমিতি।

 

দেলোয়ার হোছাইন

৩১

৩৭,৫০০/=

 

ডোয়াইচৈতাব গ্রাম উন্নয়ন সমিতি।

 

এনামুল হক

২৫

 

 

কুড়েরপাড় গ্রাম উন্নয়ন সমিতি।

রুবেল মিয়া

৩০

 

 

স্বর্পনিগৈর গ্রাম উন্নয়ন সমিতি।

আ: কাদির

২১

 

 

পাথরপাড়া গ্রাম উন্নয়ন সমিতি।

কারিমা বেগম

২৬

 

 

দক্ষিন চৌয়া গ্রাম উন্নয়ন সমিতি।

 

৩০

 

 

উত্তর চৌয়া গ্রাম উন্নয়ন সমিতি।

 

৩১

 

 

পাঁচদোনা গ্রাম উন্নয়ন সমিতি।

 

২০