মেহেরপাড়া ইউনিয়নের সবাই আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে । পাচ্যের ম্যানচেষ্টার খ্রাত সেকেরচর (বাবুর হাট) কাপড়ের বাজারের নিকট হওয়া এখানকার প্রায় ৬০ ভাগ লোক প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে বস্ত্র শিল্পের সাথে জড়িত। তাছাড়া কৃষি, চাকুরী, প্রবাসী রয়েছে। এখানকার প্রায় ৮০ ভাগ লোক মুসলিম, এছাড়া আরো হিন্দু , অন্যান্য ধমের্র লোকের সহবাস্থান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস