Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মেহেরপাড়া ইউনিয়ন

নরসিংদী জেলার সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ

 

 

ভুমিকাঃ- ১৯৫০ সনে এ ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লাভ করেন। নরসিংদী জেলা সদর হতে প্রায় ৮ কিঃমিঃ দূরে ঢাকা সিলেট মহা সড়কের পাশ্বে কুড়ের পাড় গ্রামে এ ইউনিয়ন পরিষদটি অবস্থিত। ০.২০ একর ভুমির উপর কমপেস্নক্র ভবন টি নির্মিত। ভবনের অবকাঠামো ভাল। এ ভবনের একটি কক্ষেইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরিচালিত হয়। অন্যান্য কক্ষে ইউনিয়ন পর্যায়ের ২/৩টি অফিস অবস্থিত। জেলা শহরের নিকটবতী হওয়ার এটি একটি অগ্রসর ইউনিয়ন বলে পরিচিত। এলাকায় দিন দিন ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটছে। বিশেষ করে শেখেরচর (বাবুর হাট) এ ইউনিয়নের একটা অংশ বিধায় ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে। এখানে উলেস্নখ যোগ্য প্রতিষ্ঠান ড্রিম ল্যান্ড হলিডে পার্ক।  

 

এক নজরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ।

 

 ১। ইউনিয়ন পরিষদের নামঃ- মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ।

২। ইউনিয়ন পরিষদ স্থাপনের সন         ঃ১৯৫০

৩। আয়তন                                   ঃ-৪.০৪ বর্গ কিঃমিঃ

৪। গ্রামের সংখ্যা                            ঃ-২৪টি

৫। মৌজার সংখ্যা                           ঃ-২৩টি

৬। সরঃপ্রাঃবিদ্যালয়                        ঃ-৪টি

৭। উঃ মাধ্যঃবিদ্যায়ল                      ঃ-০২টি

৮। মাদ্রাসার সংখ্যা                          ঃ-৩টি

৯। এতিম খানা                               ঃ-৮টি

১০। মসজিদ                                 ঃ-৬১

১১। কমিউনিটি ক্লিনিক                     ঃ-৫টি

১২। কর্মরত এনজিও                        ঃ-৫টি

১৩। গভীর নলকুপ                          ঃ-২৪টি

১৪। লোকসংখ্যা                             ঃ-৪৫,৯৮০ (প্রায়)

১৫। মোট খানা                               ঃ-৮৭৫৮

১৬। ভুমি অফিস                            ঃ-১টি

১৭। কলেজ/বিশ্ব বিদ্যালয়ঃ             ঃ-নাই

১৮। মন্দির                                   ঃ-

১৯। শিক্ষার হার                             ঃ-৫৫%

২০। হাট বাজার                              ঃ-২টি

২১। ব্যাংক                                ঃ-২টি

২২। পরিবার কল্যান কেন্দ্র                 ঃ-১টি

২৩। ডাকঘর                                 ঃ-২টি

২৪। সিনিয়র মাদ্রসা                       ঃ-১টি

২৫। কাঁচা রাসত্মা                              ঃ-

২৬। পাকা রাসত্মা                            ঃ-৩০কিঃমিঃ

২৭। কৃষি কার্ড                               ঃ-৩০০০টি

২৮। অতিদরিদ্র কার্ড                        ঃ-১৯৫টি

২৯। ভিজিডি কার্ড                          ঃ৮২

৩০। মুক্তিযোদ্বার সৃতিসত্মম্ব্য               ঃ-১টি